শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সাফ ফুটবল সূচি পরিবর্তন, ফাইনাল ১৬ অক্টোবর

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
তিন দিনের মাথায় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সূচিতে বদল আনল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। নতুন সূচি অনুযায়ী আগামী ১ অক্টোবর শুরু হয়ে আসরটি শেষ হবে ১৬ অক্টোবরে।
আগের সূচিতে সাফ চ্যাম্পিয়নশিপের ত্রয়োদশ আসরটি আগামী ১ অক্টোবর মালদ্বীপে শুরু হয়ে ১৩ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল।
স্বাভাবিকভাবেই বাংলাদেশের ম্যাচর সূচিতেও বদল এসেছে। ১ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর ৪ অক্টোবর প্রতিযোগিতার সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে জেমি ডের দল।
মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে পরের দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে স্বাগতিক মালদ্বীপ ও নেপাল। ম্যাচ দুটি যথাক্রমে অনুষ্ঠিত হবে ৭ ও ১৩ অক্টোবর।
রাউন্ড রবিন লিগে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল নতুন সূচি অনুযায়ী ১৬ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে।
শ্রীলঙ্কা ১৯৯৫ সালে সাফের শিরোপা জিতেছিল এবং স্বাগতিক মালদ্বীপ এ পর্যন্ত দুবার দক্ষিণ এশিয়ার ফুটবলের সেরার মুকুট জয়ের স্বাদ পেয়েছে; ২০০৮ ও ২০১৮ সালে।
সাফে এ পর্যন্ত ২০০৩ সালে একবারই শিরোপা জিতেছে বাংলাদেশ। এর বাইরে ১৯৯৯ ও ২০০৫ সালের ফাইনালে উঠলেও দুইবারই ভারতের কাছে হেরেছিল দল।
২০০৯ সালের প্রতিযোগিতায় সর্বশেষ সেমি-ফাইনালে খেলা বাংলাদেশের পরের চার আসর কেটেছে চরম হতাশায়। চারবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার বিষাদ সঙ্গী হয়েছে দলের।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর প্রতিযোগিতাটি মালদ্বীপে আয়োজনের সিদ্ধান্ত নেয় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন।

সূচি (রাউন্ড রবিন লিগে বাংলাদেশের ম্যাচ):

তারিখ                                                                                              প্রতিপক্ষ

১ অক্টোবর                                                                                             শ্রীলঙ্কা

৪ অক্টোবর                                                                                              ভারত

৭ অক্টোবর                                                                                             মালদ্বীপ

১৩ অক্টোবর                                                                                            নেপাল

১৬ অক্টোবর ফাইনাল

 

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ