শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

শিক্ষামন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবে শাবির অনশনরত শিক্ষার্থীরা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অনলাইনে ভার্চুয়ালি আলোচনা করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২২ জানুয়ারি) রাত ১১টা ৫২ মিনিটে শাবিপ্রবির গোলচত্বরে মাইকে ঘোষণা দিয়ে বিষয়টি জানান আন্দোলনকারীরা।

এর আগে শনিবার রাতে শাবিপ্রবির শিক্ষকদের একটি প্রতিনিধি দল দীপু মনির সঙ্গে দেখা করে। পরে রাত ৮টায় এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমেও যেকোনো সংকট মোকাবেলা করা সম্ভব। তিনি বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে চাই না। তবে সেখানে আমাদের শিক্ষার্থীরা অনশন করছেন। আমি চাই, তাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে যত দ্রুত সম্ভব আলোচনা করতে। শিক্ষক সমিতির নেতাদের সঙ্গেও একটু আলাপ করতে চাই।’

এদিকে শানিবার (২৩ জানুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে শাবির ‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই প্রশাসনিক ব্যক্তিদেরকে চলমান পরিস্থিতি সম্পর্কে জনসম্মুখে কথা বলতে হবে। পরিস্থিতির ব্যাখ্যা দিতে হবে।

সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রিয় শিক্ষার্থীদের জীবন বিপন্ন হতে চলেছে। এমতাবস্থায় শিক্ষক হিসেবে আমরা শুরু থেকেই চলমান সংকট থেকে উত্তরণের জন্য বিভিন্ন পর্যায়ে চেষ্টা করেছি । কিন্তু দুঃখজনকভাবে লক্ষ করছি যে, দায়িত্বশীল ব্যক্তিগণ শিক্ষার্থীদের ওপর পুলিশের আক্রমণের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ্যে না-দিয়ে কালক্ষেপণের মাধ্যমে অনশনরত শিক্ষার্থীদের জীবন চরম সংকটের মুখে ঠেলে দিচ্ছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ