শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলার নির্দেশ দেয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে তিনি এ নির্দেশনা দেয়ার কথা কথা জানান।

বাংলাদেশে গত বছর ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। এই ছুটি কয়েক ধাপে বৃদ্ধি করা হয়।

সংসদ অধিবেশনে সরকার প্রধান বলেন, ‘করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমেছে। কিন্তু কমলেও সবাইকে সাবধানে থাকা উচিত। হয়তো লকডাউন তুলে নিয়েছি।’ এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেয়ার জন্য ইতিমধ্যে নির্দেশ দিয়েছি। সেই ব্যবস্থাও নেয়া হচ্ছে। শিক্ষকদের টিকা দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শিক্ষকদের পাশাপাশি স্কুলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সবাইকে টিকা দেয়ার নির্দেশনা দিয়ে বলেন, আমরা বিভিন্ন সংস্থা বা স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সবাইকে টিকা দেয়ার ব্যবস্থা নিয়েছি।

করোনাভাইরাসের টিকার বিষয়ে সরকার প্রধান বলেন, ‘আর টিকার কোনো সমস্যা নেই। যেখান থেকে যতটুকু পারছি আমরা নিয়ে আসছি।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ