শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

শর্মিলী চ্যাটার্জীর মিউজিক ভিডিওর উদ্বোধন

spot_img
spot_img
spot_img

খন্দকার হানিফ রাজা
সঙ্গীতশিল্পী শর্মিলী চ্যাটার্জী রবীন্দ্র সঙ্গীতকে ভালোবেসে নিজের মনের খোরাক যোগাতে গান গেয়ে থাকেন। যদিও শিল্পী শর্মিলী আইন পেশায় নিয়োজিত আছেন। তার স্বামী পুলিশ কর্মকর্তা শ্যামল কুমার মূখার্জী ও তার কন্যার অনুপ্রেরণায় সঙ্গীত সাধনা অব্যাহত রেখেছেন। এই মিউজিক ভিডিওটি তার প্রথম রবীন্দ্র সঙ্গীতের প্রথম চিত্রায়ণ।

শর্মিলী চ্যাটার্জীর মিউজিক ভিডিওর উদ্বোধনী অনুষ্ঠান

মূলত: করোনা মহামারিতে জীবনের ঝুঁকি নিয়ে অগ্রণী ভুমিকা পালন করায় চিকিৎসক সমাজের প্রতি সম্মান জানিয়ে তাদেরকে এটি উৎসর্গ করা হয়েছে । এরই প্রেক্ষিতে এই মিউজিক ভিডিওটির উদ্বোধন করেন ডা. গোবিন্দ চন্দ্র রায়। সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন বিশেষ অতিথি বিচারক মো. আতিকুল ইসলাম, অভিনয়শিল্পী ডিএ তায়েব। আলোচনায় অংশগ্রহণ করেন শ্যামল কুমার মূখার্জী ও শিল্পী শর্মিলী চ্যাটার্জী। অতিথিরা তাদের আলোচনায় রবীন্দ্র সঙ্গীতের এই মিউজিক ভিডিওটির প্রসংশা করে সঙ্গীত চর্চা অব্যাহত রাখতে শিল্পীকে অনুপ্রেরণা দেন। এক্ষেত্রে তাকে সহযোগিতা করায় জন্য তার স্বামী ও সন্তানকে ধন্যবাদ জানিয়ে তা অব্যাহত রাখতে আহ্বান জানান।

এই ভিডিওটির দৃশ্য চিত্রায়নে মডেল হয়েছেন শিল্পী শর্মিলী চ্যাটার্জী ও শ্যামল কুমার মূখার্জী। সঙ্গীত পরিচালনা করেছেন এএইচ তূর্য্য, শিল্প নির্দেশনায় জেএস জিসান। আর এই মিউজিক ভিডিওটির পরিবেশনায় এপিএস এন্টারটেইনমেন্ট বিডি। গত ১৯ জানুয়ারি বুধবার, বিকেল সাড়ে ৫টায় রাজধানীর কাওরানবাজারের বিটিএমসি ভবনের লেবেল-১২-এর একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন ঘোষণা করা হয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ