বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

র‌্যাব তৈরি করেছে আমেরিকান আর ব্রিটিশরা : পররাষ্ট্রমন্ত্রী

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নকে (র‌্যাব) তৈরি করেছে আমেরিকানরা আর ব্রিটিশরা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি আরও বলেন, দে হ্যাভ বিন ট্রেইন্ড বাই ইউএসএ। তারা শিখিয়েছে রুলস অব এনগেজমেন্ট, কীভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে, হাউ টু হ্যাভ ইন্টারোগেশন।

আজ শুক্রবার (২১ জানুয়ারি) সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রত্যন্ত গ্রামের ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওদের যদি রুলস অব এনগেজমেন্টে যদি কোনো দুর্বলতা থাকে, কোনো হিউম্যান রাইটস ভায়োলেট হয় তাহলে নতুন করে ট্রেনিং করার জন্য বলবো। কিন্তু হঠাৎ করে কোনো ব্যক্তি-বিশেষের ওপর এই যে স্যাংশনগুলো দেওয়া হয়েছে, সেটা কিন্তু খুব জাস্টিফাইড নয়। চাকরি করেছেন বলেই তাকে শাস্তি দিতে হবে, ইট ইজ নট ভেরি ফেয়ার।তিনি বলেন, র‌্যাব খুবই দক্ষ, এফিশিয়েনট এবং করাপ্ট না। এ জন্য জনগণের আস্থা অর্জন করেছে। আমাদের দেশের সন্ত্রাসী তাদের কারণে কমে গেছে। গত কয়েক বছরে হলি আর্টিজানের পর আর কোনো সন্ত্রাসী তৎপরতা হয়নি, এটা সম্ভব হয়েছে র‌্যাবের কারণে। স্বয়ং স্টেট ডিপার্টমেন্ট সেটা স্বীকার করেছে।

আর কিছু লোক, যারা আইন-শৃঙ্খলা পছন্দ করে না, সন্ত্রাস পছন্দ করে, কিংবা ড্রাগ পছন্দ করে, কারণ র‌্যাব ড্রাগের বিরুদ্ধে আন্দোলন করে, হিউম্যান ট্রাফিকিংয়ের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং টেরোরিজমের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়, ওরা এটা পছন্দ করে না, দেশে অঘটন ঘটাতে চায়। তার ফলে তাদের (র‌্যাবের) বিরুদ্ধে বিভিন্ন রকম অপপ্রচার শুরু করেছে। এটা খুবই দুঃখজনক, বলেন মোমেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ