শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
আজ রোববার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে ক্যাম্প-২০ এর বর্ধিত ব্লকে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যাম্পের লোকজনকে নিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ এর অধিনায়ক মো. নাইমুল হক বলেন, উখিয়া বালুখালী ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা পরিচালিত করোনা হাসপাতালে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসসহ রোহিঙ্গা মিলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় তুলার কারখানায় আগুন

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দ্দৌজা বলেন, উখিয়ার ক্যাম্প-২০ এর বর্ধিত ব্লকের একটি হাসপাতালের কক্ষে আগুন লাগে। পরে অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিস, রোহিঙ্গাসহ অন্যান্য মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে অগ্নিকাণ্ড সংগঠিত হয় বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। তবে কেউ হতাহত হয়নি।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়েছিল।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ