শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

রোববার থেকে চট্টগ্রাম মহানগরীতে বাস চলবে

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

জনদুর্ভোগের কথা বিবেচনা করে চট্টগ্রাম নগরীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। রোববার (৭ নভেম্বর) সকাল ৬টা থেকে নগরে গণপরিবহন চলবে ।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে বাস-মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল গণমাধ্যমকে বলেন, রোববার থেকে চট্টগ্রাম নগরে গণপরিবহন চলবে । রাস্তা বন্ধ করে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচলে বাধা প্রদান করে রাজনৈতিকভাবে ফায়দা লুটের চেষ্টা করছে । সেজন্য ধর্মঘট প্রত্যাহার ঘোষণা করা হয়েছে । তিনি বলেন, ‘আমরা গাড়ি চলাচল বন্ধ করেছিলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে । আমারা দাবি দিয়েছিলাম জ্বালানি তেলের মূল্য কমানোর জন্য অথবা আমাদের গাড়ির ভাড়া বাড়ানোর জন্য । গতকাল শান্তিপূর্ণভাবে গাড়ি বন্ধ রেখেছি । আজকেও (৬ নভেম্বর) গাড়ি চলাচল বন্ধ রেখেছি । কিন্তু কিছু শ্রমিক নামধারী লোক রাস্তায় পিকিটিং করছে । শ্রমিক নাম দিয়ে তাদের সঙ্গে কিছু অবাঞ্চিত লোক গিয়ে রাস্তায় সিএনজি অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ করে দেবে এটা হতে পারে না । তারা বিভিন্ন মিল কারখানার গাড়িও বন্ধ করে দিচ্ছে । তারা মানুষকে বিপর্যস্ত আবস্থায় ফেলতে চাচ্ছে । তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আগমীকাল সকাল থেকে গাড়ি চালাবো ।

তিনি আরও বলেন, ‘আমরা বলেছি কোনো ধরনের পিকিটিংয়ে যাব না । আমাদের পরিবহন মালিকদের ধর্মঘটের কারণে সরকার বা জনগণের যেন কোনো ক্ষতির মুখে পড়তে না হয়, আমরা সেটােই চাই। সেকারণে আগামীকাল সকাল থেকে আমরা গাড়ি চালাবো । এর আগে শনিবার (৬ নভেম্বর) সকালে নগরীর টাইগারপাস মোড়ে সড়ক অবরোধ করে গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলে বাধা দিয়েছে পরিবহন শ্রমিকরা। সকাল সাড়ে ৯টার দিকে টাইগারপাস এলাকায় পরিবহন শ্রমিকরা রাস্তায় অবস্থান নেন । এ সময় তাদের বিভিন্ন গণপরিবহন চলাচলে বাধা দিতে দেখা গেছে । শ্রমিকরা ব্যক্তিগত গাড়ি ও সিএনজি আটকে দেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা । পরে বেলা ১১টার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয় । এরপর সব ধরনের গাড়ি চলাচল শুরু হয় ।

উল্লেখ্য গত বুধবার (৩ নভেম্বর) রাতে জ্বালানি তেলের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার । এরপরেই বৃহস্পতিবার পরিবহন ধর্মঘটের ডাক দেন বাস, ট্রাক, কাভার্ড ভ্যান মালিকরা ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ