শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

রমিজের প্রশ্ন ‘নিউজিল্যান্ড কোন দুনিয়ায় বাস করে?’

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
ম্যাচ শুরুর কয়েক মিনিট আগে নাটকীয়ভাবে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে নিউজিল্যন্ড। মাঠে খেলার বদলে তারা এখন দেশে ফিরছে।

কিউই বোর্ডের কাছে নিরাপত্তা হুমকির খবর ছিল। তাই তাদের এমন সিদ্ধান্ত। ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে গিয়েও কোনো ম্যাচ খেলার সুযোগ হলো না কিউইদের। অতিথিদের এমন আচরণে ক্ষোভে ফেটে পড়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নবনিযুক্ত চেয়ারম্যান রমিজ রাজা।

২০০৯ সালে শ্রীলঙ্কা দলের বাসে জঙ্গি হামলার পর থেকে অনেক বছর পাকিস্তানে কোনো দল সফরে যায়নি। সম্প্রতি বাংলাদেশের মাটিতে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরে পাকিস্তানে যায় কিউই দল। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বিবৃতিতে বলেছেন, ‘আমি বুঝতে পারছি, পিসিবির জন্য একটা বড় একটা ধাক্কা। তারা স্বাগতিক হিসেবে দারুণ ছিল। কিন্তু খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে এবং আমাদের বিশ্বাস, সেই দায়িত্বের জায়গা থেকে এ ছাড়া আর কোনো পথ ছিল না।’

কিন্তু শুকনো কথায় কি চিড়ে ভিজে? কিউই বোর্ডের এমন সিদ্ধান্তে বেজায় চটেছেন পিসিবি প্রধান রমিজ রাজা। টুইটারে তিনি লিখেছেন, ‘মাথা খারাপ করা একটা দিন! আমাদের সমর্থক ও খেলোয়াড়দের জন্য দুঃখ হচ্ছে। নিরাপত্তার হুমকির কথা বলে এককভাবে কোনো সফর বাতিল করাটা খুব হতাশাজনক। বিশেষ করে যখন তা আগে জানানোও হয় না! নিউজিল্যান্ড কোন দুনিয়ায় বাস করে! ওদের সঙ্গে আইসিসিতে দেখা হবে!’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ