শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

যেসব কারণে উত্তপ্ত হয়ে উঠতে পারে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
“টি-টোয়েন্টি অনেক ছোট খেলা, আমরা নিজেদের কী করতে পারি সেটা সবাই জানে,” টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ দলের সাথে আজকের ম্যাচের আগে এই বক্তব্য দেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।

যদিও বাংলাদেশ মনে করছে শারজাহ’র যে মাঠটিতে আজ রবিবারের ম্যাচটি হবে সেটি অনেকটা ঢাকার মিরপুরের মতই এবং ঢাকার ই মাঠে সাম্প্রতিক মুখোমুখি ম্যাচ গুলোতে শ্রীলঙ্কার বিপক্ষে ভাল করেছে বাংলাদেশ । পরিসংখ্যানের বিচারে গত ৫টি মুখোমুখি ম্যাচে যদিও বাংলাদেশের চাইতে পিছিয়ে শ্রীলঙ্কা, কিন্তু দাসুন শানাকা মনে করেন বর্তমান অবস্থানে সাকিব-মাহমুদুল্লাহর দলটির চেয়ে এগিয়ে আছেন তারা।

তিনি বলেছেন, বাছাই পর্বে বাংলাদেশ ওমান ও পাপুয়া নিউ গিনির সাথে জিতে ফর্মে ফিরেছে কিন্তু সামগ্রিকভাবে শ্রীলঙ্কা এগিয়ে, শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনাই বেশি। তিনি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন। শানাকার মতে ক্রিকেট খুবই স্বল্প সময়ের খেলা এখানে কোনও পূর্বানুমান নাও খাটতে পারে।

বাংলাদেশকে সম্প্রতি শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে হারিয়েছে, এটা নিশ্চিতভাবেই দলটিকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দ্রুত শ্রীলঙ্কার ছয়টি উইকেট ফেলে দেয়ার পরেও শেষ পর্যন্ত জিততে পারেনি। বাংলাদেশ এই আসরে যে তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে সেখানেই একই অবস্থা দেখা গেছে।

বিশেষত স্কটল্যান্ডের সাথে ৫৩ রানে ৬ উইকেট ফেলে দিয়েছিল বাংলাদেশের বোলাররা, এরপর আর চেপে ধরতে পারেননি তারা। আরো ৮৭ রান যোগ করে স্কটল্যান্ডের ব্যাটিং লাইন আপের লোয়ার অর্ডার। শেষ পর্যন্ত এই ম্যাচটিতে ৬ রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এই ম্যাচে হারার পর বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ