শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

যানজটে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় নিহত ৩

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে যানজটের কারণে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা দিয়েছে ট্রেন। এতে তিন যাত্রী নিহত এবং চারজন আহত হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১ নম্বর রেল গেট এলাকায় রেললাইনের ওপরে আনন্দ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ওই বাসটিকে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আমরা উদ্ধার কাজ করছি। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনে ঢুকছিল ট্রেনটি। ওই সময়ে ১ নং রেলগেট এলাকায় কালীরবাজার থেকে আসা আনন্দ পরিবহনের একটি বাস সামনে পড়ে যায়।

তখন ট্রেনটি সজোরে ধাক্কা দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে তারা বাসের যাত্রী না ট্রেনের, সেটা নিশ্চিত হওয়া যায়নি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ