শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

‘যাদু-মন্ত্র করছে’ সন্দেহে বান্দরবানে চার ছেলেসহ পাড়াপ্রধানকে হত্যা

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
বান্দরবানে রুমা উপজেলার গালেংগ্যা ইউনিয়নে কার্বারীসহ (পাড়াপ্রধান) একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পাড়াপ্রধানের ওপর ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে পাড়ার বাসিন্দারা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাড়াবাসী কেন কার্বারী ও তার পরিবারের ওপর ক্ষুব্ধ হলেন, তদন্তে জানা যাবে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন লকরুই কার্বারী (৭০), তাঁর ছেলে রুমতুই ম্রো (৩৫), রেংঙি ম্রো (৩০), মেনওয়াই ম্রো (২৫) ও রিংরাও ম্রো (২০)। এ ঘটনায় কার্বারীর আরেক ছেলে পালিয়ে রক্ষা পেয়েছেন। তিনি এখন পলাতক রয়েছেন।

জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানিয়েছেন, রুমা উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে আউপাড়ার পাড়াবাসী বৃহস্পতিবার রাত ১০টার দিকে অতর্কিতে লকরুই কার্বারীর পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। পাড়াবাসী প্রথমে লকরুই কার্বারীর বড় ছেলে রুমতুই ম্রোকে কুপিয়ে হত্যা করে। পরে কার্বারীর বাড়িতে গিয়ে লকরুই কার্বারী, ছেলে রেংঙি ম্রো, মেনওয়াই ম্রোকে হত্যা করা হয়। কার্বারীর কলেজপড়ুয়া সবার ছোট ছেলে রিংরাও ম্রো আত্মীয়ের বাড়িতে ছিলেন। তাকে সেখানে গিয়ে হত্যা করা হয়। কার্বারীর আরেক ছেলে পালিয়ে রক্ষা পেয়েছেন। তিনি এখন পলাতক।

গালেংগ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো বলেন, কার্বারীর পরিবারের সঙ্গে পাড়াবাসীর জুমের জমি নিয়ে গত বছর থেকে বিরোধ চলছে। এর মধ্যে পাড়ায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পাড়াবাসীর সন্দেহ, কার্বারীর পরিবারের সদস্যরা গোপনে জাদুমন্ত্র করার কারণে পাড়ার লোকজন রোগাক্রান্ত হচ্ছেন। এ ক্ষোভে কার্বারীর পরিবারের সদস্যদের ওপর এই হামলা চালিয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ