শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মোটরসাইকেল পাচ্ছেন সেই পাঠাও চালক

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে পুলিশের সামনে নিজ মোটরসাইকেল পুড়িয়ে প্রতিবাদের ঘটনা আলোচনার ঝড় তুলেছে। বিষয়টি এখন ‘টক অব দ্য কান্ট্রি’। সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে গেছে এই সংক্রান্ত পোস্ট আর মন্তব্যে।

বিষয়টি জানতে পেরে সেই পাঠাও চালককে একটি মোটরসাইকেল উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী।

গোলাম রাব্বানী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ওই ঘটনার দুঃখ প্রকাশ করে লিখেন, ‘করোনা দুর্যোগে শওকত আলম সোহেলের ছোট্ট ব্যবসা বন্ধ হয়ে যায়। পরে জীবিকার তাগিদে কয়েকমাস যাবত পাঠাও রাইডার হিসেবে রাস্তায় নামেন। চরম অর্থনৈতিক এই দৈন্যদশার মাঝে ‘মরার উপর খাঁড়ার ঘা…’

তিনি বিষয়টি সবাইকে অনুধাবন করার অনুরোধ জানিয়ে লিখেন, ‘একটা মানুষ কতটা কষ্ট পেলে, কতটা অসহায়ত্ব তাকে গ্রাস করলে ক্ষোভে-দুঃখে উপার্জনের একমাত্র অবলম্বন, মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেয়। আপনাদের মানবিক হৃদয় দিয়ে সেটা অনুধাবনের চেষ্টা করুন!’

তাই গোলাম রাব্বানী তাকে একটি মোটরসাইকেল উপহার দেওয়ার ইচ্ছার কথা জানান। লিখেন, ‘আমি টিম পজেটিভ বাংলাদেশ এর পক্ষ থেকে ‘দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার উপহার’ হিসেবে শওকত আলম ভাইকে একটি ভালো মানের মোটরসাইকেল কিনে দেয়ার ইচ্ছা প্রকাশ করছি। তার সাথে ফোনে কথা হয়েছে, তাকে অফিসে আসতে বলা হয়েছে। সরাসরি কথা বলে দ্রুততম সময়ে মোটরসাইকেল হস্তান্তর করা হবে ইনশাআল্লাহ।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ