শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মেয়র পদ থেকে পদত্যাগ, নগর ভবন ছাড়লেন আইভী

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার কারণে এই পদ থেকে পদত্যাগ করেছেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে আইভী তার পদত্যাগপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর জমা দিলে তা গৃহীত হয়। পরে মন্ত্রণালয় থেকে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে তা অবহিত করা হয়। এর আগে নগর ভবনে মেয়র হিসেবে মঙ্গলবার শেষ কর্মদিবস পালন করেন ডা. আইভী। পরে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে তিনি বিদায় নেন এবং সবার কাছে দোয়া চান।

মেয়র আইভীর পদত্যাগের বিষয়টি সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমীন।২০১১ সালে সিটি কর্পোরেশন গঠনের পর দুইবার নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছিলেন আইভী। আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য তৃতীয় নির্বাচনে আবারো আওয়ামী লীগ থেকে মনোনীত হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন আইভী।

এদিকে, নাসিকের এবারের নির্বাচনে মেয়র পদে এখন পর্যন্ত ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে আইভীসহ আওয়ামী লীগের চারজন রয়েছেন। বিএনপি সরাসরি নির্বাচনে অংশ না নিলেও এই দলের চার নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, কল্যাণ পার্টি ও একজন আইনজীবী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছে আরও তিনজন। আগামীকাল (১৫ ডিসেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ