বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মোবাইলে কথা বলতে বলতে ট্রেনের নিচে

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
মোবাইলে কথা বলতে বলতে ট্রেনের ধাক্কায় এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। তার নাম ইসমাঈল হোসেন (৪২)। রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় মঙ্গলবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শিউলী আক্তার ও নিহতের মামা আবেদ আলী জানান, রাজধানীর পূর্ব নাখালপাড়া এলাকায় তাদের বাসা। বাসার অদূরে রসুলবাগ রেল লাইন।

স্থানীয়দের বরাত দিয়ে আবেদ আলী জানান, ঘটনার সময়ে ইসমাইল মোবাইলে কথা বলছিলেন। এ সময় পেছন থেকে ট্রেন আসছিলো। তবে ইসমাইল তা খেয়াল করেননি।

ইসমাইলের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ইসমাইল নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার কদমীরচর গ্রামের আজমত আলীর ছেলে। তিন ভাই এক বোনের মধ্যে বড়। নিহত ইসমাইলের এক সন্তান রয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ