শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মেক্সিকোতে অভিবাসীবাহী ট্রাক উল্টে নিহত ৫৩

spot_img
spot_img
spot_img
নিজস্ব প্রতিবেদক
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে অভিবাসীবাহী একটি ট্রাক উল্টে ৫৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। স্থানীয় সময় বৃহস্পতিবার চিয়াপাস রাজ্যের তুক্সতলা গুতিয়েরেজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
লাতিন আমেরিকার দেশগুলোর অভিবাসীরা দারিদ্র্য ও সহিংসতা থেকে মুক্তি পাওয়ার আশায় অবৈধপথে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর চেষ্টা করে।
পাচারকারীদের খপ্পরেও পড়ে তারা। পাচারকারীদের ট্রাকে উঠে খুব বিপজ্জনকভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করে অভিবাসীরা। ধারণা করা হচ্ছে, এ ধরনের একটি ট্রাকে এ দুর্ঘটনা ঘটেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই শহরের কাছের একটি সড়কে বাঁক নেওয়ার সময় উল্টে যায় ট্রাকটি। এতে ৫৩ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ম্যাক্সিকান অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
রয়টার্সের বিভিন্ন ছবিতে দেখা গেছে, সাদা রঙের ট্রাকটি খণ্ডবিখণ্ড হয়ে সড়কে উল্টে আছে। রাস্তায় শুইয়ে রেখে আহত ব্যক্তিদের কাউকে কাউকে চিকিৎসা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এক নারী শিশুকে কোলে আঁকড়ে ধরে রেখেছেন। দুজনের শরীরই রক্তাক্ত।
আরেকটি ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার কবলে পড়া ট্রাকটির ভেতরে আহত এক ব্যক্তি যন্ত্রণায় কাতরাচ্ছেন। চিয়াপাসের জরুরি ব্যবস্থাবিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে।
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ