শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মুহিবুল্লাহ হত্যা : আদালতে ইলিয়াছের স্বীকারোক্তি

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকান্ডে গ্রেপ্তার রোহিঙ্গা ইলিয়াছ আদালতে স্বীকারোক্তমূলক জবানবন্দি দিয়েছে। আজ রোববার দুপুরে তার জবানবন্দি গ্রহণ করেন কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন। তবে জবানবন্দিতে তিনি কী বলেছেন, তা জানা যায়নি।

আদালত সূত্র জানিয়েছে, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ওই মামলায় গ্রেপ্তার আসামি রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ ইলিয়াছ।

৩ অক্টোবর দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫–এ অভিযান চালিয়ে মো. ইলিয়াছকে (৩৫) গ্রেপ্তার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এরপর তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে উখিয়া থানার পুলিশ।

মুহিবুল্লাহ হত্যা মামলায় ইলিয়াছের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার কথা জানিয়ে কক্সবাজারেরপুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, মুহিবুল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত পাঁচজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেককে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মুহিবুল্লাহ হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে ক্যাম্পে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লম্বাশিয়া আশ্রয়শিবিরের ডি ব্লকের আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ (৪৮)। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন। পরের দিন ৩০ সেপ্টেম্বর মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা করেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ