শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মুসলিম হওয়ায় মন্ত্রিত্ব গেছে : ব্রিটিশ এমপি

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে আমার মন্ত্রিত্ব গেছে। ব্রিটিশ করজারভেটিভ দলের এমপি নুসরাত ঘানি শনিবার (২২ জানুয়ারি) সানডে টাইমসকে দেওয়া সাক্ষাতকারে এই অভিযোগ করেছেন।

সাক্ষাতকারে নুসরাত বলেন, মন্ত্রিত্ব যাওয়ার কারণ জানতে চাইলে তাকে পার্টির হুইপ বলেছিল তার ‘মুসলিমতা’ একটি সমস্যা হিসেবে উত্থাপিত করা হয়েছে। একই সঙ্গে মুসলিম নারী মন্ত্রিত্ব পদ তার সহকর্মীদের অস্বস্তির কারণ ছিল। এছাড়া তিনি জানান, আমাকে বলা হয়েছিল ‘আমি দলের প্রতি অনুগত ছিলাম না কারণ আমি ইসলামফোবিয়ার অভিযোগের বিরুদ্ধে দলকে রক্ষা করার জন্য যথেষ্ট কাজ করিনি’।

‘এটা শুনে আমার কাছে পেটে লাথি খাওয়ার মতো মনে হয়েছিল। আমার নিজেকে অপমানিতবোধ এবং শক্তিহীন মনে হয়েছিল,’ বলেন নুসরাত।

২০২০ সালের ফেব্রুয়ারিতে ৪৯ বছর বয়সী নুসরাতকে পরিবহন মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী থেকে বরখাস্ত করা হয়।

তবে নুসরাত ঘানির এমন দাবি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন কনজারভেটিভ চিফ হুইপ মার্ক স্পেন্সার। একই সঙ্গে ঘানির এই দাবিকে তিনি মানহানিকর বলে উল্লেখ করেছেন।

ক্যাবিনেট মন্ত্রী নাদিম জাহাভি বলেছেন, এই অভিযোগের তদন্ত হওয়া উচিত। তথ্যসূত্র: বিবিসি, আনাদোলু।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ