শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মুগদায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা-ছেলের মৃত্যু

spot_img
spot_img
spot_img
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মুগদায় গ্যাস লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হওয়ার ঘটনায় মারা গেছেন মা প্রিয়াংকা বারৈ (৩২) ও তার ছেলে অরুপ বৌদ্ধ (৫)।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. এসএম আইয়ুব হোসেন জানান, সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে মুগদা মাদবর গলি এলাকার একটি পাঁচতলা বাসার নিচতলায় রান্নাঘরে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের সবাইকে এইদিন সকাল ৯ টার দিকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন প্রিয়াঙ্কা ও তার পাঁচ বছরের ছেলে অরূপ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা গেছেন।তিনি আরও বলেন, রাত ১১টার দিকে ৬৭ শতাংশ দগ্ধ নিয়ে মারা যায় অরুপ। পরে রাত ৩টার দিকে ৭২ শতাংশ দগ্ধ নিয়ে তার মা প্রিয়াংকাও মারা যান। তাদের দুজনেরই শ্বাসনালী দগ্ধ ছিলো।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মুগদা এলাকা থেকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে দগ্ধ চারজন আসছে। তাদের মধ্যে দুজন মারা গেছে। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ