শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মুগদায় গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে দক্ষিণ মুগদার মাতব্বরগলির ৩৭ নম্বর বাড়ির নিচতলায় দুর্ঘটনাটি ঘটে।

দগ্ধরা হলেন সুধাংশু (৩৫), তার স্ত্রী প্রিয়াংকা (৩২), ছেলে উরফ (৫) এবং শাশুড়ি শেফালি (৫৫)। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।শেখ হাসিনা বার্নের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, মুগদা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ চার জনকে হাসপাতালে আনা হয়েছে।

তাদের মধ্যে শিশু উরফের শরীরের ৬৭ শতাংশ, বাবা সুধাংশুর ২৫ শতাংশ, মা প্রিয়াংকার ৭২ শতাংশ এবং নানি শেফালির শরীরের ৩৫ শতাংশ বার্ন ও ইনহ্যালেশন ইনজুরি হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। শিশুসহ তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ সুধাংশুর শ্যালক পলাশ হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‌সকালে আমার বোন রান্না করতে গেলে চুলায় দিয়াশলাই দেওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে তাদের চার জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে এসেছি। তাদের অবস্থা ভালো নয় বলে চিকিৎসকরা জানান।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ