শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মুগদা হাসপাতালের আইসিইউতে আগুন, দগ্ধ ৬

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) অগ্নিকান্ড ঘটেছে।  বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে এই ঘটনার সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে বলে গণমাধ্যকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার।

এ ঘটনায় ৬ জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হচ্ছেন- মুগদা জেনারেল হাসপাতালের আইসিইউর নার্স ইনচার্জ শাহিনা আক্তার (৪০), ল্যাবের নার্স ইনচার্জ মনিকা পেরেরা (৪০), নার্স রুমি খাতুন (৩১), হাসপাতালে টিকা নিতে আসা সাইদুর রহমান (২৫), টেকনিশিয়ান জহিরুল হক মজুমদার (৪৫), ওয়ার্ড বয় নাজমুল হাসান (২১) ও ওমর ফারুক (২৫)।

এ বিষয়ে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন বলেন, ‘দগ্ধ ও আহতদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে চারজন দগ্ধ দগ্ধ হয়েছেন। বাকি তিনজনের মাথায় ও শরীরে কাট ইনজুরি রয়েছে। যাদের শরীরে কাট ইনজুরি রয়েছে তাদেরকে আমরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে পাঠিয়ে দিয়েছি।’

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, মুগদা হাসপাতালে আগুনের খবর পেয়ে তাদের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। দুপুর ১২টা ৫৮ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।মুগদা হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক রুবিনা ইয়াসমিন জানান, তাদের আইসিইউ ইউনিটে আগুন লেগেছে। তবে তখন সেখানে কোনও রোগী ছিলেন না।ধারণা করা হচ্ছে, এসি বিস্ফোরিত হওয়ার কারণেই এই অগ্নিকাণ্ড।

মুগদা হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপকের দাবি, এখানকার অনেক কর্মচারী কাচের টুকরো ভেঙে আঘাত পেয়েছেন। আহত সবাইকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। ষষ্ঠ তলা থেকে রোগীদের নিচে নামিয়ে এনেছে কর্তৃপক্ষ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ