শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মুক্তি পেলো মিজান মালিকের মিউজিক ভিডিও ‘আস্থা’

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
তরুণ প্রজন্ম এক ক্রান্তিকাল অতিক্রম করছে। করোনাকালের পাথর সময়ের ছাপ পড়েছে তাদের মনের ওপর। দেড় বছরের বেশি সময় ধরে ওরা ঘরে বন্দি স্কুল-কলেজ বন্ধ থাকায় অনেকেই পড়ার টেবিল ছেড়ে হাতে তুলে নিয়েছে ফোন। ফেসবুক, গেমস ওদের সময় গিলে খাচ্ছে। স্বপ্নতাড়িত এই প্রজন্মের চোখ-মুখে অনিশ্চিত প্রশ্ন। কবে ফিরবে স্বাভাবিক জীবনে। যেন স্বপ্ন দেখতেও ভুলে গেছে ওরা। এক ধরনের ট্রমার মধ্য দিয়ে পার করছে সময়। এমন বাস্তবতায় তাদের নিয়ে ‘আস্থা’ শিরোনামে গান লিখেছেন সৃজনশীল লেখক, গীতিকবি মিজান মালিক। গানে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা পুতুল ও নতুন প্রজন্মের আরেক শিল্পী ভাষণ। গানের সুর ও সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ।

সোমবার মিজান মালিকের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে গানটি রিলিজ মুক্তি পেয়েছে। তিনি বলেন, ‘বন্ধ্যা সময়ে আমাদের নতুন প্রজন্ম মন খারাপ করে বন্দি সময় পার করছে। তাদের স্বপ্নের গায়ে যেন ধুলা জমেছে। তাদের মনোবল চাঙ্গা রাখতে মূলত আমি গানটি করেছি।’ পুতুল বলেন, ‘অনেক দিন পর ভিন্নমাত্রার একটি গান গাইতে পেরে ভালো লাগছে। গীতিকবি মিজান মালিক যতœ করে নতুনদের জন্য গানটি করেছেন। তাদের মনের ভেতর আস্থা ও বিশ্বাস ধরে রাখার জন্য গানে এক ধরনের বার্তা আছে। আশা করি গানটি সবার ভালো লাগবে।’
প্রসঙ্গত, মিজান মালিক করোনাকালে বেশ কিছু উজ্জীবনী গান লিখেছেন। প্রার্থনা, শুভ্র পৃথিবী, চলো বদলে যাই, মতবাদ, বাংলাদেশ, শখের মানুষ ও খেয়াসহ অসংখ্য গান। রবি চৌধুরী, সুমন রাহাত, কামরুজ্জামান রাব্বী, খালেদ মুন্নাসহ আরও অনেক শিল্পী করোনাকালে তার লেখা গান গেয়েছেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ