শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মালয়েশিয়ায় রেকর্ড মৃত্যু, অকল্যান্ডে লকডাউন বৃদ্ধি

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
মালয়েশিয়ায় করোনাভাইরাস প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। দেশটিনে একদিনে রেকর্ডসংখ্যক ৫৯২ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে অকল্যান্ডে আবার বৃদ্ধি করা হয়েছে লকডাউনের সময়সীমা। আন্তর্জাতিক গণমাধ্যমে এমন খবরই প্রকাশ হয়েছে।

মালয়েশিয়া পরিস্থিতি

দেশটির গণমাধ্যমের খবর অনুয়ায়ী, সেখানে শনিবার একদিনে সর্বোচ্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৪১৯ জন।

দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৫৫০ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৫শ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এ কথা জানা গেছে।

সূত্রমতে, নতুন করে ২১ হাজার ৭৭১ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ লোকের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৩০ জন।
মালয়েশিয়ায় এ পর্যন্ত ৬৫.২ শতাংশ লোক করোনার অন্তত একটি ডোজ এবং ৫২.১ শতাংশ লোক পুরো ডোজ টিকা নিয়েছে।

অকল্যান্ডে লকডাউন বৃদ্ধি

নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে লকডাউনের সময় অন্তত আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন সোমবার এ ঘোষণা দেন।

তিনি বলেন, আরো কিছু লোক করোনায় আক্রান্ত হওয়ায় নগরীর ২০ লাখ বাসিন্দাকে ঘরে থাকার আদেশ পালন করতে হবে।

তীব্র সংক্রামক করোনার ডেল্টা ধরন কমিউনিটি পর্যায়ে ছড়িয়ে পড়ায় নিউজিল্যান্ডে গত ১৭ আগস্ট দেশজুড়ে লকডাউন জারি করা হয়। কিন্তু গত সপ্তাহে ঘরে থাকার আদেশ তুলে নেয়া হলেও অকল্যান্ডে তা জারি থাকে। আগামী ২১ সেপ্টেম্বরের আগে এ আদেশ তুলে নেয়ার সম্ভাবনাও আরডার্ন নাকচ করে দেন।

উল্লেখ্য, সোমবার অকল্যান্ডে নতুন করে ৩৩টি কমিউনিটি সংক্রমণ রেকর্ড করা হয়।

এ কারনে অতি দ্রুত নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে আরডার্ন সতর্ক বলে তিনি উল্লেখ করেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ