শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মহাখালীতে বাসের চাকায় পিষ্ট শিশু

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মহাখালীতে বিআরটিসি বাসের ধাক্কায় রনি (১২) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১টায় তাকে মৃত ঘোষণা করেন।পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গসা গ্রামের ভ্যানচালক অলিউল্লাহর ছেলে রনি। দুই ভাইবোনের মধ্যে ছোট ছিল সে। পরিবারের সাথে থাকতো মহাখালীর সাত তলা বস্তিতে। মাদ্রাসায় পড়তো সে।

হাসপাতালে রনির বাবা অলিউল্লাহ জানান, মহাখালী ডিওএইচএস থেকে ভ্যানে করে ইট নিয়ে যাচ্ছিলেন সাত তলা বস্তিতে। ভ্যানটি পেছন থেকে ঠেলছিল রনি। পথে মহাখালী ফ্লাইওভার ব্রিজের নিচে উল্টো পথে যাওয়ার সময় বিআরটিসি পরিবহনের একটি দোতলা বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে যায় এবং রাস্তায় ছিটকে পড়ে রনি। তখন ওই বাসেরই চাকা রনির কোমরের উপর দিয়ে উঠে যায়। এতে রনির বাবাও সামান্য আঘাত পেয়েছেন। তখন পথচারীদের সহায়তায় রনিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান ক্র্যাবনিউজকে বলেন, এঘটনায় বিআরটিসির বাসসহ চালকে আটক করা হয়েছে। আটককৃত চালকের নাম সোহেল রানা। ঘটনার পরপরই বাস চালকের সহকারী পালিয়ে যায় বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ