শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

‘ভেজাল শিশু খাদ্যসহ’ গ্রেপ্তার ৩

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
রাজধানীর হাজারীবাগে ভেজাল শিশু খাদ্যসহ (চকলেট) তিনজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। তারা হচ্ছেন- মোঃ আলম, মোঃ পারভেজ ও মোঃ নাসির।
গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান জানান, বৈধ কাগজপত্র, পেশাদার কেমিস্ট ও ল্যাবরেটরি ছাড়া কেমিক্যালযুক্ত শিশু খাদ্য (চকলেট) তৈরি করার কারণে তাদের গ্রেপ্তার করা হয়। ‘এসময় তাদের হেফাজত থেকে ৪৫০ পিস OK PULSE CENTER FILLED CANDY, ৪ হাজার পিস OK Coffco candy, ৬০০পিস OK মিল্ক ক্যান্ডি লজেন্স, ৬০০ পিস OK LYCHEE CANDY, ৬০০ পিস OK MANGO CANDY ও ৬০০ পিস OK TOK JHAL MISTI CANDY উদ্ধার করা হয়’ বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, শুক্রবার (১৯ আগস্ট) হাজারীবাগ থানার ভাগলপুর লেন এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তাররা হাজারীবাগ থানা এলাকায় বিভিন্ন নামে অবৈধভাবে কেমিক্যালযুক্ত ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এসব ভেজাল শিশু খাদ্য (চকলেট) উৎপাদন করে ঢাকা মহানগরসহ সমগ্র বাংলাদেশে বিক্রয় করতো। তাদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ