শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ভাড়া নিয়ে বাক-বিতন্ডা চলন্ত বাস থেকে ধাক্কা, পা ভেঙ্গেছে শিক্ষকের

spot_img
spot_img
spot_img
নিজস্ব প্রতিবেদক
বাস ভাড়া নিয়ে বাক-বিতন্ডা স্কুল শিক্ষক রহমত উল্লাহর সাথে বাস চালক সহকারির। এক পর্যায়ে স্কুলশিক্ষককে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় চালকের সহকারি। পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে।
শনিবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম মহানগরীর বড়তল রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
আহত রহমত উল্লাহ নগরীর পাঁচলাইশ থানাধীন হাবিবুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। রহমত উল্লাহর সহকর্মী মো. মিজাম গণমাধ্যমকে বলেন, ‘তিনি নগরীর অক্সিজেন থেকে ৮ নম্বর বাসে করে সদরঘাট পিটিআইয়ে (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) যাচ্ছিলেন। তবে নামার সময় ভাড়া নিয়ে চালকের সহকারীর সাথে বাক-বিতন্ডা হয়। তিনি বটতল এলাকায় নেমে যেতে চাইলেও তাকে পুরাতন রেলস্টেশন এলাকায় নিয়ে যান চালক। পরে তাকে ধাক্কা মেরে চলন্ত বাস থেকে ফেলে দেন চালকের সহকারী। এরপর পায়ের ওপর দিয়েই বাস চালিয়ে দেন চালক। এতে তার হাত, পা ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়।’
‘আমরা গাড়িটি আটক করেছি। চালক ও তার সহকারী পালিয়েছে। তাকে উদ্ধার করে নগরীর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন ‘গাড়িটি আটক আছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। চালক ও তার সহকারীকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ