শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ভারতে বাংলাদেশি প্রবেশে যেসব নতুন বিধিনিষেধ

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। তবে বিধিনিষেধ আরোপের কারণ নিয়ে কিছু বলা হয়নি। আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, আগরতলা ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) দিয়ে সর্বোচ্চ ১০০ জন বাংলাদেশি যাত্রীকে প্রতিদিন প্রবেশ করতে দেওয়া হবে। এই বিধিনিষেধ কার্যকর করার জন্যে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে আইসিপির অভিবাসন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। একই বিধিনিষেধ জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের হরিদাসপুরে আইসিপির অভিবাসন দপ্তরে। হরিদাসপুর দিয়ে সর্বোচ্চ ৪০০ জন বাংলাদেশি নাগরিককে ভারতে প্রতিদিন প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

গত ১৫ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ করার ক্ষেত্রে মেডিকেল এবং ব্যবসায়ী ভিসা দেওয়া হচ্ছে। অভিবাসনের সময়ে বাংলাদেশি নাগরিকদের বায়োমেট্রিক পরীক্ষা করানো আবশ্যিক।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ