বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বেঁচে গেলেন বিধ্বস্ত বিমানের ২১ আরোহী

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য থেকে উড্ডয়নের পরই বিধ্বস্ত হয়েছে একটি বিমান। কিন্তু দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন ২১ আরোহী। বিধ্বস্তের পরপরই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বিমানটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।

জানা যায়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার হিউস্টন এক্সিকিউটিভ বিমানবন্দর থেকে বোস্টনের উদ্দেশে যাত্রা করে দ্য ম্যাকডোনেল ডগলাস এমডি-৮০ বিমানটি। উড্ডয়নের সাথে সাথেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ৫০০ ফুট দুরুত্বেই বিমানটি আছড়ে পড়ে। খবর পেয়ে দ্রুত যাত্রী ও ক্রুদের বের করে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা। বিধ্বস্ত বিমানে তবে কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায়। দমকল কর্মীদের চেষ্টার পরও বিমানের বেশিরভাগ অংশই পুড়েছে।

ছবিতে দেখা গেছে, দমকল কর্মীরা বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির আগুন নেভানোর চেষ্টা করছেন। এক বিবৃতিতে হিউস্টন এক্সিকিউটিভ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘তিন ক্রুসহ ২১ আরোহী সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন’। এ ঘটনায় তিনজন সামন্য আহত হয়েছেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ