শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বিসিবিকে ক্ষুব্ধ জাহানারার চিঠি

spot_img
spot_img
spot_img

স্পোর্টস ডেস্ক
দেশের নারী ক্রিকেটকে ঘিরে অস্থিরতা সৃষ্টি হয়েছে। দারুণ ফর্মে থেকেও আসন্ন আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ এর বাছাইয়ের দলে জায়গা পাননি পেসার জাহানারা আলম। মূল দলের ১৫ সদস্যের বাইরে স্ট্যান্ডবাই হিসেবে আছেন ‍তিনি। এ নিয়ে বোর্ড থেকে কিছু না জানানো হলেও শোনা যাচ্ছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাদ পড়েছেন জাহানারা।

তাইতো দল মালয়েশিয়া পৌঁছানোর আগেই ক্ষুব্ধ হয়ে বিসিবিকে একটি চিঠি দিয়েছেন জাহানারা। নিজের অসন্তুষ্ট কথা জানিয়েছে বিসিবিকে লেখা চিঠির সত্যতা নিশ্চিত করলেও ঠিক কী বিষয়ে এবং কাদের ওপর ক্ষুব্ধ হলেন তা প্রকাশ করেননি এই পেসার অলরাউন্ডার।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জাহানার মতো অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে পাওয়া চিঠি গুরুত্ব সহকারে দেখছে বোর্ড।

বোর্ডের একটি সূত্র অবশ্য জানিয়েছে, জিম্বাবুয়ে থেকে ফিরে বিসিবিকে যে চিঠি দিয়েছেন জাহানারা, সেখানে নির্বাচক মঞ্জুরুল ইসলাম, কোচ একে এম মাহামুদুল ইমনের বিপক্ষে পক্ষপাতের অভিযোগ এনেছেন। একই সঙ্গে তুলে ধরেছেন ড্রেসিংরুমের অনেক ঘটনা।

২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলে জিম্বাবুয়ে গিয়েছিল নারী দল। সেখানে বেশ উজ্জ্বল ছিল জাহানারার পারফরম্যান্স। ছয় ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। এর মধ্যে ২ ম্যাচে নিয়েছিলেন ৩টি করে উইকেট।

আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ এর নারী বাছাইপর্ব জন্য ঘোষিত স্কোয়ার্ড :

নিগার সুলতানা জৌতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার ও সুরাইয়া আজমিম।

স্ট্যান্ডবাই : জাহানারা আলম, নুজহাত তাসনিয়া ও খাদিজা-তুল-কুবরা।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ