শুক্রবার | ১৮ অক্টোবর ২০২৪
Cambrian

বিপিএলের ড্রাফট শেষে যেমন হলো দলগুলো

spot_img
spot_img
spot_img

স্পোর্টস ডেস্ক

আগামী বছরের জানুয়ারিতে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। এর আগে বুধবার রাজধানীর এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট।

যেখানে নিজেদের দলের ক্রিকেটারদের বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।  তারকা ক্রিকেটারদের মধ্যে ড্রাফট থেকে লিটন দাসকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এছাড়া ফরচুন বরিশালে মাহমুদউল্লাহ রিয়াদ ও সিলেট স্ট্রাইকার্স নিয়েছে মুশফিকুর রহিমকে। বড় নামের মধ্যে দল পাননি মুমিনুল হক ও মোহাম্মদ আশরাফুল।

ড্রাফট শেষে ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড-

কুমিল্লা ভিক্টোরিয়ানস –

সরাসরি চুক্তি – মোস্তাফিজুর রহমান, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নবি ও আবরার আহমেদ।

ড্রাফট – লিটন দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ আশিকুজ্জামান, জাকির আলি অনিক, শন উইলিয়ামস, চ্যাডউইক ওয়ান্টন, সৈকত আলী, আবু হায়দার রনি, নাঈম হাসান, মোহাম্মদ শরিফুল্লাহ, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মাহিদুল ইসলাম অঙ্কন।

ঢাকা ডমিনেটরস-

সরাসরি চুক্তি – তাসকিন আহমেদ, চামিকা করুনারাত্নে ও দিলশান মুনাভিরা।

ড্রাফট – মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল আমিন, শান মাসুদ, আহমেদ শেহজাদ, অলক কাপালি, মনির হোসেন খান, আরিফুল হক, মুক্তার আলী, মিজানুর রহমান, দেলওয়ার হোসেন, উসমান ঘানি ও সালমান ইরশাদ।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স –

সরাসরি চুক্তি – আফিফ হোসেন, বিশ্ব ফার্নান্দো, কার্টিস ক্যাম্ফার ও আশান প্রিয়ঞ্জন।

ড্রাফট – মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম, মেহেদি হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদি মারুফ, জিয়াউর রহমান, ম্যাক্স ও’ডাউড, উম্মুক্ত চাদ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা ও তৌফিক খান তুষার।

ফরচুন বরিশাল –

সরাসরি চুক্তি – সাকিব আল হাসান, রাখিম কর্নওয়াল, মোহাম্মদ ওয়াসিম, ক্রিস গেইল, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, নবীন উল হক, উসমান কাদির, কুশল পেরেরা, রহমানউল্লাহ গুরবাজ ও করিম জানাত।

ড্রাফট – মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে রাব্বি, হায়দার আলী, চাতুরাঙ্গা ডি সিলভা, খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম ও সালমান হোসেন।

খুলনা টাইগার্স –

সরাসরি চুক্তি – তামিম ইকবাল, আজম খান, ওয়াহাব রিয়াজ, আভিস্কা ফার্নান্ডো, নাসিম শাহ।

ড্রাফট – মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলি রাব্বি, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, দাসুন শানাকা, পল ভ্যান ম্যাককেরেন, শফিকুল ইসলামকে, প্রিতম কুমার, হাবিবুর রহমান সোহান ও মাহমুদুল হাসান জয়।

রংপুর রাইডার্স –

সরাসরি চুক্তি – নুরুল হাসান, সিকান্দার রাজা, হারিফ রউফ, মোহাম্মদ নেওয়াজ, শোয়েব মালিক, পাথুম নিশাঙ্কা, জেফ্রি ভ্যান্ডারসাই।

ড্রাফট – শেখ মাহেদি, হাসান মাহমুদ, নাইম শেখ, রাকিবুল হাসান, শামীম পাটুয়ারি, রিপন মন্ডল, আজমতউল্লাহ ওমরজাই, এরেন জোন্স, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক ও আলাউদ্দিন বাবু।

সিলেট স্ট্রাইকার্স –

সরাসরি চুক্তি – মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, থিসারা পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, রায়ান বার্ল, কামিন্দু মেন্ডিস ও কলিন অ্যাকারম্যান।

ড্রাফট- মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, টম মোরেস, গুলবাদিন নাইব, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলী, মোহাম্মদ শরিফুল্লাহ ও তানজিম হাসান সাকিব।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ