শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বিজিবির সঙ্গে ‘গোলাগুলিতে’ মাদক ব্যবসায়ী নিহত

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদক কারবারীদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন এক মাদক কারবারী। আহত হয়েছেন বিজিবির দুই সদস্য। ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সীমান্তে এ ঘটনা ঘটে। আজ রোববার দুপুর দেড়টায় বিজিবির টেকনাফ ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান।

তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের বড় চালান আসছে জানতে পেরে ঝিমংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তে অবস্থান নেয়। রাত দেড়টার দিকে মিয়ানমারের দিক থেকে একটি নৌকা সীমান্ত অতিক্রম করে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। তখন মাদক কারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। উভয়পক্ষের মধ্যে ৪-৫ মিনিট গোলাগুলি হয়। একপর্যায়ে মাদক কারবারীরা টিকতে না পেরে নৌকা নিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। তাদের একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ