শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বিজিবির অভিযানে ৭০ হাজার ইয়াবা জব্দ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পরিচালিত অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ হয়েছে। এ সময় ইয়াবা বহনকারীরা পালিয়ে যায়।

আজ সোমবার টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- ৭ নভেম্বর রাতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীন দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১০ হতে আনুমানিক ৮০০ গজ পূর্ব দিকে জাদিতলা (কামালের জোড়া) এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপি’র বিশেষ টহলদল দ্রুত ওই এলাকায় পৌঁছে নজু মেম্বারের মাছের প্রজেক্ট ও ঝাউ বাগানের আঁড় নিয়ে গোপনে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

আনুমানিক রাত ১০টার দিকে টহলদল নাফ নদী পার হয়ে ২ জন দুষ্কৃতিকারীকে ব্যাগ কাঁধে মাছের প্রজেক্টের দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তিদের দেখা মাত্রই টহলদল চ্যালেঞ্জ করে খুব দ্রুত অগ্রসর হয়। দুষ্কৃতিকারীরা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে ১টি ব্যাগ ফেলে নাফ নদীতে লাফ দেয় এবং ডুব-সাঁতার দিয়ে শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উদ্ধারকৃত ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতর ২ কোটি ১০ লাখ টাকা মূল্যমানের ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

পলাতক আসামীরা হলো- মোঃ হাসান আব্দুল্লাহ (৩৮), পিতা-মোঃ আবুল মনজুর, গ্রাম-জাদীমুরা, ডাকঘর-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং মোঃ ইউসুফ (২৭), পিতা-মোঃ আবুল মনজুর, গ্রাম-জাদীমুরা, ডাকঘর-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ