শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বিএসএমএমইউতে আগুন

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের ১৭ তলা ভবনের ১৪ তলায় অগ্নিকান্ড ঘটেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভবনটিতে সোমবার সন্ধ্যা ৬টা ২১ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৬টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানায় ফায়ার সার্ভিস।

এর আগে ফায়ার সার্ভিস সদরদপ্তরের উপসহকারী পরিচালক শাজাহান শিকদার গণমাধ্যমকে আগুন ধরার বিষয়টি জানিয়েছিলেন।
তিনি বলেছিলেন, ফায়ার সার্ভিস খবর পেয়েছে সন্ধ্যা ছয়টা ২১ মিনিটে। এর পরিপ্রেক্ষিতে সদরদপ্তর থেকে তিনটি এবং পলাশী এলাকা থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, ‘শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও বলেন‘এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে রোগীদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ