শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বাইডেন-জিনপিং টেলিবৈঠক, সম্পর্কের অচলাবস্থা কাটাতে মতৈক্য

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাত মাস পর টেলিফোনে কথা বলেছেন। রয়টার্স জানিয়েছে, দুই দেশের এই দুই নেতা নিজেদের মধ্যে টেলিফোনে টানা ৯০ মিনিট কথা বলেন। বিশ্বের এই দুই অর্থনৈতিক পরাশক্তি নিজেরা বিবাদে জড়িয়ে পড়া এবং যেকোনো সম্ভাব্য দ্বন্দ্ব এড়াতে এই ফোনালাপ বলে জানিয়েছে আন্তর্জাতিক এই বার্তা সংস্থাটি।

বাইডেন জানুয়ারিতে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এবং ক্ষমতা গ্রহণের পর এই প্রথম জিনপিং’র সাথে টেলিফোনে কথা হলো।

তবে আলজাজিরা জানিয়েছে, তারা শুক্রবার ভোরে এই টেলিবৈঠক করেছেন। এই কথোপকথনের তথ্য হোয়াইট হাউস এবং চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে বলেও জানায় আলজাজিরা। হোয়াইট হাউজ জানিয়েছে, ৯০ মিনিট দীর্ঘ এই আলোাচনায়- কীভাবে দুদেশের মধ্যে তৈরি হওয়া সম্পর্ক সংকট কাটানো যায়- সেই উপায় খোঁজা হয়েছে।

প্রসঙ্গত, আফগানিস্তানে তালেবান উত্থান ইস্যুতে দুই দেশের মধ্যে বেশ কিছুদিন ধরে সম্পর্কের টানাপড়েন চলছে। এই টানাপড়েন যেন সংঘাতে রূপ না নেয়- তা নিশ্চিত করতেই আগাম দু’দেশের মধ্যে এই আগাম আলোচনা।

তবে তালেবানের রাষ্ট্রক্ষমতা দখলের বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দ চীনকেই ঘটনার পেছনের শক্তি বলে মনে করছেন। আর বিষয়টি এখন অনেকটা প্রকাশ্য। চীন ইতোমধ্যেই তালেবানকে স্বীকৃতি দেয়া এবং অন্যদেশগুলোর কাছ থেকে স্বীকৃতি আদায় করে দিতে ভেতরে ভেতরে কাজ করছে। আর সৈন্যপ্রত্যাহার পরবর্তী আফগানিস্তান পরিস্থিতির দায় এখন আমেরিকার ঘাড়ে। সবমিলিয়ে কোন কোন বিষয়ে দুই নেতা মতৈক্যে পৌঁছালেন সে বিষয়ে এখনও প্রকাশ হয়নি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ