শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বাংলাদেশ সেনাবাহিনী ও কুয়েত সশস্ত্র বাহিনীর মধ্যে বিএমসি এগ্রিমেন্ট স্বাক্ষরিত

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে সফররত কুয়েত সশস্ত্র বাহিনীর সহকারী চিফ অব স্টাফ (এ্যাডমিনিষ্ট্রেশন এন্ড ম্যানপাওয়ার অথরিটি) মেজর জেনারেল খালেদ এ এইচ এইচ এম আল কাদরি এবং বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল (এজি) মেজর জেনারেল সাকিল আহমেদ এর সাথে আজ বুধবার (২৭ অক্টোবর) ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ‘বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট চুক্তি – ২০২১’ স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষরের পূর্বে গতকাল (২৬ অক্টোবর) কুয়েত সশস্ত্র বাহিনীর সফরত সহকারী চিফ অব স্টাফ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তাঁরা পারস্পারিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান সুসম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, মেজর জেনারেল আল কাদরি এর নেতৃত্বে কুয়েত সশস্ত্র বাহিনীর ০৫ সদস্যের একটি দল ০৮ দিনের রাষ্ট্রীয় সফরে গত ২১ অক্টোবর ২০২১ তারিখ ঢাকায় আসেন। এছাড়াও প্রতিনিধি দলটি মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ ঢাকা সেনানিবাসের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন। সফর শেষে প্রতিনিধি দলটি আগামী ২৮ অক্টোবর ২০২১ তারিখে নিজ দেশে প্রত্যাবর্তন করবেন।
আইএসপিআর এর প্রেস বিজ্ঞপ্তি

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ