শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি চূড়ান্ত

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
আগামী ১৪ নভেম্বর বিশ্বকাপ ফাইনাল। এর চার দিন পরই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট আর তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাবর আজমরা আসবেন বিশ্বকাপ ফাইনালের পরদিনই।

আজ বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে সিরিজের সূচি। সবমিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরও ব্যস্ত সময় কাটাতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে।

২০১৬ সালের এশিয়া কাপের পর বাংলাদেশে এটিই হবে পাকিস্তান দলের প্রথম সফর। বাংলাদেশ অবশ্য ২০২০ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে দুই দফায় পাকিস্তানে গেছে। লাহোরে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসে পরে আবার রাওয়ালপিন্ডিতে গেছে টেস্ট খেলতে। সিরিজের বাকি অংশ হওয়ার কথা ছিল গত বছরেরই এপ্রিলে। সেই পর্বে করাচিতে হওয়ার কথা ছিল একটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ। কিন্তু সারা বিশ্বে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় ম্যাচ দুটি আর হতে পারেনি।

তারিখ                                               ম্যাচ                                    ভেন্যু

১৯ নভেম্বর ২০২১                         প্রথম টি–টোয়েন্টি             শেরেবাংলা স্টেডিয়াম, মিরপুর
২০ নভেম্বর ২০২১                         দ্বিতীয় টি–টোয়েন্টি            শেরেবাংলা স্টেডিয়াম, মিরপুর
২২ নভেম্বর ২০২১                         তৃতীয় টি–টোয়েন্টি            শেরেবাংলা স্টেডিয়াম, মিরপুর
২৬–৩০ নভেম্বর ২০২১                   প্র্রথম টেস্ট                     জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৪–৮ ডিসেম্বর ২০২১                      দ্বিতীয় টেস্ট                    জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

পাকিস্তান সর্বশেষ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসে ২০১৫ সালে। দুই টেস্ট, তিন ওয়ানডে আর এক টি-টোয়েন্টির সিরিজে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। একমাত্র টি-টোয়েন্টি টেস্টটিও জিতেছিল বাংলাদেশই। তবে টেস্ট সিরিজ পাকিস্তান জিতেছিল ১-০–তে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ