শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশে ভাষণটিকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলেছে সরকারকে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ-আল-মাহমুদ বাশার বলেন, বিশেষজ্ঞ কমিটি নির্ধারণ করবে এই ভাষণ কীভাবে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হবে।

এ ভাষণের গুরুত্ব শিক্ষার্থীরা যাতে অনুধাবন করতে পারেন সে জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার এই আদেশ দেওয়া হয়।

২০১৭ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকায় তৎকালীন রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। তার সেই ভাষণে উদ্বুদ্ধ হয়েই এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ