বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ফের উত্তপ্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীরা সড়কে

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে অনড় শিক্ষার্থীরা। আজ রোববার (২৪ অক্টোবর) প্রসাশনিক ভবন তালা দিয়ে রাস্তা অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়য়ের সংস্কৃতি ঐতিহ্য ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের ১৪ শিক্ষার্থীর চুল কাটার ঘটনার জেরে গত ২৮ সেপ্টেম্বর থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তবে, প্রশাসনের আশ্বাসে গত ২ অক্টোবর আন্দোলন স্থগিত করেন তারা।

গত বৃহস্পতিবার (২১অক্টোবর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিয়েছিল তদন্ত কমিটি। কিন্তু, শুক্রবার বিশ্ববিদ্যালয়য়ের সিন্ডিকেটের সভায় তদন্ত প্রতিবেদন নিয়ে আলোচনার পর অভিযুক্ত শিক্ষকের বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়। পরে শুক্রবার রাত থেকে আবারও আন্দোলন যায় শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের মধ্যে ৭ জন অনশন শুরু করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে থাকা শিক্ষক রওশন আলম গণমাধ্যকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।’ শিক্ষকদের অনুরোধে শিক্ষার্থীরা অনশন স্থগিত করেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ