শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ফাইনালে নিউজিল্যান্ড, তবে..

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ সপ্তম আসরের ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

২০১৫ সাল থেকে এই নিয়ে আইসিসি বিশ্বকাপের চার আসরে ফাইনালে উঠলো নিউজিল্যান্ড। তবে আগের মতোই কী হাতছাড়া হয়ে যাবে জয়? নাকী এবার বিশ্বকাপ জয়ের পালা? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট ভক্তদের মনে।

২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিলো নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হারে কিউইরা।

এরপর ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপেরও ফাইনাল খেলে নিউজিল্যান্ড। সেখানে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ছিলো ইংল্যান্ড। ভাগ্য সাথে না থাকায় ম্যাচটি হারতে হয় তাদের।

ফাইনালে ইংল্যান্ডের সমান ২৪১ রান করে কিউইরা। এতে সুপার ওভারে গড়ায় ম্যাচটি। সেখানেও রান সমান হয় ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের। এরপর সবচেয়ে বেশি বাউন্ডারির কারনে ইংল্যান্ড শিরোপা জিতে নেয়।

২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে শিরোপা হাতছাড়া হলেও, গেল বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঠিকই জিতে নেয় নিউজিল্যান্ড। ফাইনালে উঠে শিরোপা খড়া কাটানোর লক্ষ্য ছিলো কিউইদের। ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপার স্পর্শ পায় নিউজিল্যান্ড।

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেরও ফাইনালে নিউজিল্যান্ড। তাই আইসিসি বিশ্বকাপের মঞ্চে, শেষ চার আসরের ফাইনাল দলের অন্যতম পরিচিত দল নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ এবার ঘোচানোর পাল্লা কেন উইলিয়ামসন বাহিনীর।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ