শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ফাঁস হওয়া অডিও এখন শাবি ভিসির গলার কাঁটা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
নিজ বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। গত ৫ দিন ধরে তার পদত্যাগের দাবিতে শাবিপ্রবিতে চলছে আন্দোলন। এরই মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বিষয়ে অশোভন মন্তব্য করা শাবি ভিসির একটি অডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সহজে কেউ বউ হিসেবে নিতে চায় না।’

এই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উত্তপ্ত হয়ে উঠেছে জবি। আজ বৃহস্পতিবার পৃথক বিবৃতিতে জবি ছাত্রীদের নিয়ে শাবিপ্রবি ভিসির আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ ও সম্পাদক মোতাহার হোসেন এবং বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অজিত কুমার মজুমদার ও সম্পাদক খালিদ কুদ্দুসের সই করা পৃথক দুটি বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

অন্যদিকে শাবিপ্রবি ভিসির এমন মন্তব্যের জেরে জবি ছাত্রীরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে। শিক্ষক সমিতির এই বিবৃতির প্রতিক্রিয়ায় কী ঘটে- তার অপেক্ষা করছেন জবি শিক্ষার্থীরা। তারা শাবি ভিসির বিচারের দাবি নিয়ে যেকোনো সময় রাজপথে নামছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র।

বিবৃতিতে যা বলেছে জবি শিক্ষক সমিতি

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে এখন আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর মধ্যেই উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সহজে কেউ বউ হিসেবে নিতে চায় না।’ এ মন্তব্যের প্রতিবাদে গতকাল বুধবার ফরিদ উদ্দিন আহমেদের কুশপুত্তলিকা দাহ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত অবমাননাকর ও অসম্মানজনক। আমরা আশা করি, তিনি প্রকাশ্যে তার ভুল স্বীকার করে অশোভন মন্তব্য প্রত্যাহার করবেন।’

বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তার সন্তানতুল্য শিক্ষার্থীদের সম্পর্কে অবমাননাকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ