শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

পুলিশের ধাওয়া করা চাঁদের গাড়ির চাপায় ২ স্কুলছাত্রীর মৃত্যু

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের ধাওয়া করা একটি চাঁদের গাড়ির পিষ্ট হয়ে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাইন্দং পেলাগাজি দিঘীর মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ কর্মকর্তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় স্থানীরা। পরে মহাসড়কে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন তাঁরা।

এ ঘটনায় নিহতেরা হল, দক্ষিণ পাইন্দংয়ের আবুল বশরের মেয়ে মিশু আকতার (১৬) ও হাইদচকিয়া এলাকার মো. লোকমানের মেয়ে নিশা মণি (১৭)। তাঁরা দুজনই উপজেলা হাউদচকিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ঘটনার সময় তারা বিদ্যালয় থেকে বাড়িতে ফিরছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ধানবাহী চাঁদের গাড়িটিকে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নিখিল বিকাশ চাকমা ধাওয়া করলে গাড়িটি পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই স্কুলছাত্রীকে চাপা দেয়। এরপর ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় গাড়ির নিচ থেকে উদ্ধার করে তাদের নাজিরহাটের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই সাধারণ জনগণ ক্ষুব্ধ হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে ট্রাফিক ইন্সপেক্টরের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে জ্বালিয়ে দেন। এ সময় তাঁরা টায়ার জালিয়ে সড়ক অবরোধ করে রাখেন।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যান ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান ও ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল ইসলাম।

বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে ইউএনও বলেন, ‘আমাদের সবার আপনজন আছে, আজ যে বোনেরা মারা গেছে তাদের পরিবারের কষ্ট আমরা অনুভব করছি। এ বিষয়ে পুলিশের সঙ্গে আমরা বসে ঘটনায় যে বা যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ