শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

পাটুরিয়া ফেরিডুবির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে বিআইডব্লিউটিসির রো রো ফেরি শাহ আমানত ডুবে যাওয়ার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয় ।

আজ বুধবার মন্ত্রণালয়ের উপসচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে । নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুলতান আব্দুল হামিদকে আহ্বায়ক করে সাত সদস্যের এই তদন্ত কমিটি করা হয়েছে । কমিটির অন্য সদস্যরা হলেন বিআইডব্লিউটিএর পরিচালক (আইসিটি) রকিবুল ইসলাম তালুকদার, নৌপরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার ক্যাপ্টেন সাঈদ আহমেদ, উপপরিচালক, স্থানীয় সরকার, মানিকগঞ্জ, বুয়েটের নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. জুবায়ের ইবনে আউয়াল, ফরিদপুর অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, বিআইডব্লিউটিসির পরিচালক (কারিগরি) মো. রাশেদুল ইসলাম ।

তদন্ত কমিটির অফিস আদেশে বলা হয়েছে, শাহ আমানত ফেরি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ায় জন্য বলা হয়েছে । এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে মালবোঝাই ১৪টি ট্রাক নিয়ে ডুবে গেছে রো রো ফেরি শাহ আমানত। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ৫ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটেছিল ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ