বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

পরীমণির মামলা : তিন জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন বা

spot_img
spot_img
spot_img

● যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা মিলেছে : তদন্ত প্রতিবেদনে পুলিশ

● নিজস্ব প্রতিবেদক
পরীমণির মামলায় তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। তদন্তে আসামিদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা মিলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৯ মিনিটে পরীমণির মামলায় এই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয় আদালতে। ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে সাভার মডেল থানায় চিত্রনায়িকা পরীমণির করা মামলায় আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনকে অভিযুক্ত করা হয় জমা দেওয়া প্রতিবেদনে।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জমা দেয়া এই প্রতিবেদনে মামলার অপর দুই আসামি তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলমকেও অভিযুক্ত করা হয়। এই মামলায় নাসির ও তুহিন জামিনে আছেন। তবে অন্য একটি মামলায় তুহিন কারাগারে আছেন।

এর আগে ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে আলোচিত নায়িকা পরীমনির দায়ের করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। চার্জশিটভুক্ত অন্য আসামি হলেন শাহ শহিদুল ইসলাম। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। পরিমণির দায়ের করা মামলার তদন্তে অপরাধের প্রমাণ পেয়েছে পুলিশ।

গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার তদন্ত কর্মকর্তা (পরিদর্শক, তদন্ত) কামাল হোসেন এই চার্জশিট দাখিল করেন। গত ১৪ জুন পরিমণি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুই মাস ২৩ দিনের মাথায় চার্জশিট জমা দেওয়া হলো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৮ জুন রাতে বিরুলিয়ার বোটক্লাবে এজাহারের প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ এবং ৩ নম্বর আসামি শহিদুল আলম (৫০) বাদী পরিমণিকে গালিগালাজ করে অশালীন আচরণ করেন। এরপর তাকে মারপিট করা হয়। মামলার তিন নম্বর আসামি অমি কৌশলে পরিমণিকে বোট ক্লাবে নিয়ে আসেন। আসামিরা যৌন হয়রানি করলে বাদী ক্ষিপ্ত হলে তাকে মারধর করে বিভিন্ন হুমকি দেওয়া হয়। এতে নারী ও শিশু নির্যাতন আইনে অপরাধ প্রতীয়মান হয় বলে চার্জশিটে উল্লেখ করা হয়।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, পরিমণির মামলার দুই আসামি জামিনে রয়েছেন। অপর আসামি শহিদুল পলাতক থাকায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট চাওয়া হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ