সোমবার | ২৩ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

নৌকাডুবির ১৩ ঘন্টা পর গুলশান লেকে ভেসে ওঠলো তরুণীর লাশ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশান লেকে নৌকাডুবিতে নিখোঁজের প্রায় ১৩ ঘণ্টা পর লেকের পানিতে ভেসে উঠলে সেলিনা আক্তার (১৮) নামে এক তরুনীর লাশ ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে যাত্রীবাহী নৌকাটি গুলশান লেকে ডুবে যায়। ওই নৌকার যাত্রী ছিলেন সেলিনা আক্তারসহ ১৪ জন। নৌকার মাঝিসহ সবাই সাতরিয়ে পানি থেকে উঠতে পারলে সেলিনা পানিতে ডুবে মারা যান।

নৌকাডুবির ঘটনার পর থেকে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ সেলিনাকে উদ্ধারের চেষ্টায় লেক পানিতে তল্লাশি চালায়। সন্ধ্যা পর্যন্ত সেলিনার সন্ধান না পেয়ে উদ্ধার কাজ স্থগিত রাখে ফায়ার সার্ভিস।

পরে রাত ১০টার দিকে লেকের পানিতে ওই তরুণীর লাশ ভেসে ওঠে। সেলিনা বনানীর একটি ডায়াগনস্টিক সেন্টারের কর্মী ছিলেন। সকালে তিনি কর্মস্থলে যাচ্ছিলেন।

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, কড়াইল বস্তির পূর্ব পাশের ঘাট থেকে বৃহস্পতিবার সকালে ১৪ জন যাত্রী নিয়ে নৌকাটি গুলশান-১ ও ২–এর মাঝামাঝি ৩৩ নম্বর রোডের ঘাটে যাচ্ছিল। লেকের মাঝামাঝি নৌকাটি ডুবে যায়।

তারা জানান, নৌকাটি ডুবে যাওয়ার সময় মাঝিসহ বাকিরা সাঁতরে পাড়ে উঠলেও সেলিনা উঠতে পারেননি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা দেওয়ান আজাদ গণমাধ্যমকে জানান, নৌকাডুবির খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ তরুণীকে উদ্ধারের চেষ্টায় তল্লাশি চালায়। কিন্তু ওই তরুণীর সন্ধান পায়নি তারা। শুক্রবার সকাল থেকে আবার তল্লাশি শুরু হওয়ার কথা ছিল বলেও জানান এই কর্মকর্তা।

এদিকে ঘটনায় বনানী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলার বাদী মৃত সেলিনার স্বামী হাফিজুর। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আফজাল হোসেন। তিনি ক্র্যাবনিউজকে বলেন, নিখোঁজ সেলিনা কড়াইল বস্তিতে থাকতেন। ময়নাতদন্ত ছাড়াই হাসপাতাল মর্গ থেক তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআই আফজাল আরো জানান, পুলিশের পক্ষ থেকে ওই ঘাটে ছোট নৌকায় ঝুঁকি নিয়ে লেক পারাপারে বাধা দেয়া হতো। কিন্তু তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে নৌকায় যাত্রী তুলতো। আজ থেকে ওই ওই লেকে সব নৌচলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ