শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

নিজ বাইকে আগুন দিলেন আরেক পাঠাও চালক

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
ট্রাফিক পুলিশের তিনটি মামলার ক্ষোভ থেকে আবারও নিজের বাইকে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এবার ইলিয়াস মিয়া (৪৫) নামের অন্য আরেকজন পাঠাও চালক নিজের বাইকে আগুন ধরিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সোয়া দুইটার দিকে রাজধানীর পলাশী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তথ্যটি গণমাধ্যকে নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ।

তিনি বলেন, ‘দুপুর সোয়া দুইটার দিকে ইলিয়াস মিয়া নামের একজন পাঠাও চালক তার নিজের বাইকে আগুন ধরিয়ে দিয়েছেন। খবর পেয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছে। আমরা কথা বলে জানতে পেরেছি, তিনি মাসখানেক হলো কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকা থেকে ঢাকায় এসেছেন কাজের সন্ধানে। ঢাকায় আসার পর থেকে তিনি পাঠাও চালিয়ে অর্থ উপাজর্ন করছেন।’

ওসি বলেন, ‘আজকে পলাশী মোড় এলাকায় ট্রাফিক পুলিশ তাকে থামালে তিনি জানান, তার আগেও দুইটা মামলা আছে। তখন ট্রাফিক পুলিশ আগের মামলাগুলো না ভাঙানোর কারণে ফের আরও একটি মামলা দিয়েছেন। মামলার কাগজ নিয়ে তিনি একটু সামনে এসে নিউ মার্কেটের কাটাবন রোডে গাড়িতে আগুন ধরিয়ে দেন।’

ওসি মোর্শেদ বলেন, ওই চালক থানা থেকে বাসায় চলে গেছেন। তার কাছ থেকে আমরা ঘটনা জেনেছি। তিনি ট্রাফিক পুলিশের ওপর ক্ষোভের কথা জানিয়েছেন। তবে কারও বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে চাননি।’

এর আগে গত ২৭ সেপ্টেম্বর সকাল সোয়া নয়টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় মামলা দেওয়ায় রাগের মাথায় নিজের মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে প্রতিবাদ করেন শওকত আলম সোহেল নামে এক পাঠাও চালক। পরে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তাকে আবারও একটি মোটরসাইকেল কিনে দেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ