শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

নিউজিল্যান্ডে মার্কেটে জঙ্গি হামলা

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে একটি মার্কেটে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ‘নিউলিয়ন সুপারমার্কেট’ নামের ওই মার্কেটে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালায়। এতে ছয়জন আহত হন। আর পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী। সে জঙ্গি দল আইএস’র মতাদর্শে অনুপ্রাণিত ছিল বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী। তিনি এর নিন্দা জানান। এমন খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এদিকে বিবিসি ও রয়টার্স জানিয়েছে, এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

এক বিবৃতিতে নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, মার্কেটে ঢুকে এক ব্যক্তি ছুরিকাঘাত করে ছয়জনকে আহত করে। পরে সে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, হামলাকারী ওই ব্যক্তি পুলিশের ওপরও হামলা চালায়। এর এক মিনিটের মধ্যে সে নিহত হয়। হামলাকারী আগে থেকেই পুলিশের নজরদারিতে ছিল। সে জঙ্গি দল আইএসের মতাদর্শে অনুপ্রাণিত ছিল। জেসিন্ডা এ হামলার ঘটনার নিন্দা জানান।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সুপারমার্কেট বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ