শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

নতুন রেকর্ড গড়ল তুরস্কের ড্রোন

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
তুরস্কের তৈরি মানবহীন আঙ্কা-এস ইউকেভ ড্রোন সবচেয়ে বেশি সময় আকাশে ওড়ার নতুন রেকর্ড গড়েছে। নতুন প্রজন্মের এ ড্রোনটি সমরাস্ত্র শিল্পের ক্ষেত্রে নতুন মাইলফলক। খবর ডেইলি সাবাহ’র।

তার্কিস অ্যারোস্পেস ইন্ড্রাস্টিজের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, ড্রোনটি ৩০ ঘণ্টা ৩০ মিনিট একটানা আকাশে ওড়ে। এর আগে তুরস্কের কোনো ড্রোন এত লম্বা সময় আকাশে ওড়তে পারেনি।

তার্কিস অ্যারোস্পেস ইন্ড্রাস্টিজ টুইটারে রেকর্ড হওয়ার বিষয়টি জানিয়ে বলে, আঙ্কা তার লক্ষ্য অর্জন করেছে। এটি সর্বোচ্চ সময় আকাশে ওড়ার রেকর্ড ভেঙে দিয়েছে ৩০ ঘণ্টা ৩০ মিনিটের একটি মিশন ফ্লাইটের মাধ্যমে।

আঙ্কা-এস ইউকেভ এই ড্রোনটি হলো নতুন প্রজন্মের ড্রোন। এর আগে ২৪ ঘন্টা আকাশে ওড়তে সমর্থ হয় এটি। এবার ওড়ল ৩০ ঘণ্টার বেশি। আগের মডেলের ড্রোনটি ২৫০ কেজি ভার বহন করতে পারত। নতুন প্রজন্মের এই ড্রোনটি প্রায় ৩৫০ কেজি ওজন বহন করতে পারবে।

তুরস্কের বিমান বাহিনীর কাছে দুটি ও নৌ বাহিনীর কাছে দুটি করে এই ড্রোন আছে। তাছাড়া তিউনিশিয়ার কাছেও একই মডেলের ড্রোন বিক্রি করেছে তুরস্ক।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ