শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

দিল্লির আদালতে ফিল্মি স্টাইলে গুলি, নিহত ৩

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
ভারতের নয়াদিল্লীতে একটি আদালতের ভেতর গোলাগুলিতে ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। আজ শুক্রবার বিকাল ৩টায় এনডিটিভি এ খবর সম্প্রচার করেছে। বিকাল সাড়ে তিনটায় এ খবর লেখার সময় আদালতটিতে থমথমে অবস্থা বিরাজ করছিলো বলে ভারতের গণমাধ্যমের খবর থেকে জানা গেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

গোলাগুলিতে এক গ্যাংস্টারসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। দিল্লির পুলিশ বলছে, শুনানী চলাকালীন আইনজীবী বেশে দুই বন্দুকধারী ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। স্থানীয় সময় আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র গোগিকে আজ উত্তর দিল্লির রোহিনির আদালতে আনা হয়। এ সময় তাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়েন দুই দুর্বৃত্ত। এই দুর্বৃত্তরা গোগির প্রতিপক্ষ গ্যাংয়ের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।

গুলিতে ঘটনাস্থলেই গোগি নিহত হন। এ ছাড়া পুলিশের পাল্টা গুলিতে নিহত হন সন্দেহভাজন দুই হামলাকারী। এই দুই ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গোগির ওপর হামলাকারীরা তার প্রতিপক্ষ গ্যাং টিল্লু দলের সদস্য বলে ধারণা করছে পুলিশ।

রোহিনির উপপুলিশ কমিশনার প্রণব তয়াল বলেন, আইনজীবীর পোশাক পরে ওই দুই হামলাকারী আদালতের ভেতরে ঢুকেছিলেন।

দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা বলেন, প্রতিপক্ষ গ্যাংয়ের দুই সদস্য আদালতের ভেতরে ঢুকে গোগিকে লক্ষ্য করে গুলি চালান। পুলিশও তখন পাল্টা গুলি চালায়।

রাকেশ আস্থানা বলেন, পুলিশ দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিয়েছে। ফলে দুই হামলাকারী নিহত হয়েছেন। এই ঘটনায় গোগিসহ মোট তিনজন নিহত হয়েছেন।

গোগি কুখ্যাত গ্যাংস্টার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে গোগিকে গ্রেপ্তার করা হয়েছিল।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ