শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

দিনভর বৃষ্টি, শীত নামার আভাস

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
শনিবার ভোর থেকেই রাজধানীতে ঝরছে ঝিরঝিরে বৃষ্টি। দুপুর একটায় এ খবর লেখার সময় পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এর আগের দিন শুক্রবার আকাশ ঢেকে ছিলো মেঘে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসেও এই বৃষ্টির খবর জানানো হয়েছিলো।

আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে এমন বৃষ্টি ঝরাচ্ছে। আজও আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে সারা দিন দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল রোববার আকাশ পরিষ্কার হতে শুরু করবে। এর ফলে শীত শীত অনুভূতি আবার ফিরে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, মেঘ থাকায় তাপমাত্রা বাড়তে পারে। মেঘ কেটে গেলে তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে।

এদিকে শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন। ছুটির দিনের এমন বৃষ্টিভেজা সকাল ঘরে বসে উপভোগ করছেন কেউ কেউ।

আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে ভারতের তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ এবং শ্রীলঙ্কায় প্রচুর বৃষ্টি হচ্ছে। গত বৃহস্পতিবার ওই দুই দেশের স্থলভাগে উঠে এটি স্থল নিম্নচাপে পরিণত হয়। এর সঙ্গে থাকা প্রচুর মেঘ ভারতের ওই দক্ষিণ উপকূল ছাপিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ পর্যন্ত চলে এসেছে। এ কারণে বৃহস্পতিবার থেকে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার আকাশ মেঘলা হয়ে আছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ