শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

দক্ষিণ এশীয় দেশে আলাদা বিমানসেবা চালুর তাগিদ প্রধানমন্ত্রীর

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীসেবা আরও উন্নত করতে চায় সরকার। এই লক্ষ্যে আগামী মার্চ মাস থেকে অনলাইন প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম চালু হবে। এতে টিকিট বুকিংসহ যাবতীয় সেবা নেয়া যাবে অনলাইনেই।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিমান চলাচল ও নিজস্ব কার্গো সার্ভিস চালু করারও তাগিদ দেন।

এ সময় বিমানের যাত্রীসেবা ও কার্গো হ্যান্ডলিং আন্তর্জাতিক মানের করতেও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দেশের ১ কোটি নাগরিক প্রবাসে কাজ করেন; তারা ছুটিতে দেশে আসলে যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমি চাই বিমান ও কার্গো হ্যান্ডলিং আন্তর্জাতিক মানের হোক, মানুষ যেন সেবা পায়। কাস্টমস সার্ভিস ডিজিটালাইজড করতে হবে। যাত্রীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয় তা নিয়ে সতর্ক থাকতে হবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ