শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

প্রতারণা করতেই তার বহুরূপী সাজ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

কখনো বন্দুক হাতে, কখনো ওয়াকিটকি হাতে ছবি তুলেছেন পুলিশ প্রমাণে! আবার পুলিশের কাছে তিনি পরিচিত দুদক কর্মচারী ! কেউবা আবার চেনেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই ) কর্মচারী হিসেবেও! আসলে তিনি একজন মহাপ্রতারক। মানুষের সঙ্গে প্রতারণা করতেই তার এই বহুরূপী সাজ! আর এই বহুরুপি সাজের মাঝে মানুষের কাছে হাতিয়ে নিতেন মোটা অঙকের টাকা।

শুক্রবার বিকালে চুয়াডাঙ্গা থেকে প্রতারক তৌহিদ হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে। তার বাবার নাম মিল্লান হোসেন। চুয়াডাঙ্গা সদর গাইদঘাট এলাকার বাসিন্দা তিনি ।

চুয়াডাঙ্গা থানার ওসি মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে বলেন, ‘তৌহিদ একজন প্রতারক । তিনি সাধারণ মানুষের কাছে পুলিশ হিসেবেই পরিচিত । আবার পুলিশের কাছে পরিচিত দুদক কিংবা এনএসআই কর্মচারী হিসেবে । এগুলো প্রমাণে তিনি আবার সেসব বাহিনীর পোশাক পরে ছবি তুলে ফেসবুকেও শেয়ার করেন । এরকম বিভিন্ন বাহিনীর সদস্য সেজে মূলত টাকা হাতিয়ে নেওয়াই তার মূল কাজ । বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আমরা ইতিমধ্যে পেয়েছি ।

চুয়াডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, তৌহিদ দীর্ঘদিন ধরেই নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে আসছিলেন। এই পরিচয় দিয়ে তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন । তাকে যেন কেউ সন্দেহ না করে এজন্য কখনো ইউনিফর্ম পরে, কখনও বন্দুক হাতে,কখনও ওয়াকিটকি হাতেও ছবি তুলেছেন!

শুক্রবার দুপুরে থানার সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে জানান, প্রেমিকাকে পুলিশ হিসেবে বিশ্বাস করানোর জন্যই থানার সামনে দাঁড়িয়েছেন তিনি! এঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে বলে জানান চুয়াডাঙ্গা থানার ওসি মোহাম্মদ মহসীন। তিনি বলে, এই প্রতারকের সাথে আর কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ